জনাব মোঃ লুৎফর রহমানর
প্রধান শিক্ষক
সকল শিক্ষার্থী ও অভিভাবককে জানাই উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভ কামনা।
আলাের পথযাত্রী নবীনপ্রাণ শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক স্তরের সীমিত গণ্ডী পার হয়ে তোমরা আজ মাধ্যমিক শিক্ষার বৃহত্তর প্রাঙ্গণে পদার্পণ করছো। তোমাদের শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় হোক সাফল্যে উজ্জ্বল। সুশৃঙ্খল অধ্যয়ন, ধারাবাহিক অনুশীলন ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তােমাদের মেধা আরও শানিত ও দীপ্ত হোক। নিরন্তর পরিচর্যা ও পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিভার কোরক প্রস্ফুটিত হয়ে শতদলের মতো বিকশিত হোক, তোমরা সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাক—এটাই আমাদের প্রত্যাশা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আধুনিক প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ সুনাগরিক হয়ে ওঠো। তোমাদের অপরিসীম সম্ভাবনার দীপ্তিতে উজ্জ্বল হোক আমাদের প্রিয় প্রতিষ্ঠান, দেশ ও জাতি।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষ নির্ধারিত হয় তার শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, শৃঙ্খলা ও শিক্ষা-সহায়ক কার্যক্রমের বিস্তৃতির মাধ্যমে। দেশের অন্যতম বিদ্যাপীঠ বায়সা-চাঁদপুর প্রাথমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় এই ক্ষেত্রগুলোতে অনন্য অবদান রেখে চলেছে।
এই সমৃদ্ধ ঐতিহ্যের অংশীদার হওয়ার জন্য বিদ্যালয়ের মনোরম প্রাঙ্গণে তোমাদের আন্তরিক স্বাগত জানাই।